গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে খুলনা নাগরিক সমাজের সংবাদ সম্মেলন।
জহিরুল ইসলাম জয়
২ নভেম্বর ২৪ শনিবার বেলা ১১টা গল্লামারী ব্রিজ সংলগ্ন সড়ক খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন। এ সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের সদস্য সচিব বলেন আপনারা জানেন যে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে গল্লামারী ময়ূর নদের উপর ইতোপূর্বে একটি দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ প্রকল্প গৃহীত হয়েছে। ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে কিছুটা এগিয়ে দীর্ঘ সময় ধরে স্থগিত রয়েছে। কাজটি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে। ব্যস্ততম এলাকার সড়কের কমপক্ষে দুই-তৃতীয়াংশ জায়গা ঘিরে আটকে রেখে নির্মাণ সামগ্রী ফেলে রেখে সমগ্র এলাকা জুড়ে অচল অবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে। একনিকে যেমন যানবাহন চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। গল্লামারী এখন একটি অসহ্য যন্ত্রণার নায়
যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ব্রিটিশ আমলে ময়ূর নদের উপর নির্মিত ব্রিজটির পাশে ২০১৬ সালে ৭ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয়, যার নকশা মারাত্মক অপরিকল্পিত। মাত্র ৩/৪ বছরের ব্যবধানে সেটি ভেঙ্গে দুই লেন বিশিষ্ট নতুন ব্রিজ নির্মাণ প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। আমরা আপনারের মাধ্যমে পূর্বের ব্রিজটির নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা ও আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী দাঁড় করিয়ে রাষ্ট্র তথা জনগণের অর্থ অপচয় এর শাস্তি হিসেবে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষসহ খুলনা নাগরিক সমাজ।
আপনার মতামত লিখুন :