একাজে সহযোগিতা করছেন আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন

খুলনায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ছা্ত্র-জনতা


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৭, ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন /
খুলনায় সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ছা্ত্র-জনতা

মোসলেহউদ্দিন তুহিন বিশেষ প্রতিবেদকঃ নতুন বাংলাদেশ বির্নিমাণের প্রত্যয় নিয়ে দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় খুলনার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা। মাঠে পুলিশ সদস্যরা না থাকায় সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে। বিভিন্ন জায়গায় আনসার সদস্যরাদের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সড়কে যান চলাচল নিয়ন্ত্রনে কাজ করছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, নগরীর ডাকবাংলা মোড়, শিববাড়ী, রয়েলের মোড়, রুপসা ট্রাফিক মোড় এলাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও রেড ক্রিসেন্ট সদস্যরা এসব দায়িত্ব পালন করছেন।এদিকে দেশের সংকট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতিতে আছেন সেই মুহুর্তে শিক্ষার্থীদের এই ভূমিকাই খুশি নগরবাসীরা। নতুন প্রজন্মের হাত ধরেই নতুন করে দেশ গড়ে উঠুক এটিই চান তারা।

নগরীর আহসান উল্লাহ কলেজের  শিক্ষার্থী সীমান্ত বলেন, আমাদের সংখ্য শিক্ষার্থী ভাইবোনদের আত্ম ত্যাগের বিনিময়ে দেশকে দ্বিতীয় বারের মতো স্বাধীন করতে পেরেছি। এখন আমরা দেশবাসীকে নতুন স্বপ্নের দেশ উপহার চাই। আপনরা জানেন যে,বর্তমানে পুলিশ কর্ম বিরতী পালন করছে তাই যাহাতে আইন-শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে সে জন্য দিনে ট্রাফিক ডিউটি এবং রাতে জেগে টহল দিচ্ছি।

বিশিষ্ট সমাজ সেবক ইলিয়াস হোসেন বলেন, শিক্ষার্থীরা রাস্তাঘাট পরিষ্কার করছে। তারা হাতে ছোট লাঠি আর বাঁশি বাজিয়ে ট্রাফিক দেখাশোনা করছে এটা অনেক প্রশংসনীয় ব্যপার।

বেলা তিনটায় শিববাড়ী মোড়ে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে কমান্ডার মো: মজিবুর রহমান, (এস), পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার এবং বোতলজাত পানি বিতরণ করেন।