কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে খুলনা শিব বাড়িতে কর্মসূচি


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৪, ১:২২ অপরাহ্ন /
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে খুলনা শিব বাড়িতে কর্মসূচি

বিশেষ প্রতিবেদকঃ আজ বেলা বারোটা থেকে কোটা সংস্কার আন্দোলনের দাবির আন্দোলনে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছ এবং গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি সহ বিভিন্ন দাবিতে খুলনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশে সমাবেত হয়েছে।

এ এ সময় শিববাড়ির প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি ও বিজেপি টহল পরিলক্ষিত হয়েছে। পুলিশ ছাত্রদের আন্দোলনরত ছাত্র নেতাদের বারবার বুঝিয়ে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ।

ছাত্রনেতারা পুলিশকে আশ্বস্ত করছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবিতে এখানে কর্মসূচি পালন শেষে ফিরে যাবে। তাদের কর্মসূচি পালনকালে পুলিশ যাহাতে কোনো রকমের প্রহর এবং আটক না করে সেজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে।

আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় শিব বাড়ি চত্বরে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের বিশেষ অনুরোধে বেলা দুইটায় কর্মসূচি সমস্ত ঘোষণা করে।