সেপ্টেম্বরে ১৮৬ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ৭২ কন্যা এবং ১১৪ নারী নির্যাতনের শিকার হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরে।
বিবৃতিতে বলা হয়, ধর্ষণের শিকার হয়েছে ২১ কন্যাসহ ৩১ জন। তার মধ্যে ৫ কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৩ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১ কন্যাসহ ৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
এতে আরও বলা হয়, যৌন নিপীড়নের শিকার হয়েছে ১১ কন্যাসহ ১২ জন। ৪ কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। বিভিন্ন কারণে ১০ কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া বিবৃতিতে বলা হয়, ৭ কন্যাসহ ২৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ৩ জন, তার মধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ১ কন্যাসহ ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তার মধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ২ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ কন্যাসহ ১৬ জন।
পাশাপাশি বলা হয়, পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২টি। ১ গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ৫ কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৩ কন্যা অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ২ কন্যার অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১টি। ১ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছেন।
এ ছাড়া ৪ কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।
আপনার মতামত লিখুন :