লাইট ফর লাইফ,এর নিবন্ধন হারানো বিজ্ঞপ্তি।
আমি মোঃ সোহানুর রহমান সবুজ (৪২), পিতা- আব্দুস সাত্তার মাতুব্বর
মাতা, মায়া আবেজান বিবি- জাতীয় পরিচয় পত্র নং: ৮৬৫১০২২৭৭১ ঠিকানা (স্থায়ী) ৭০/২২, থানা সোনাডাঙ্গা, জেলা খুলনা ও ঠিকানা(বর্তমান) ৭৩/২২, ওয়ার্ড নং-১৮, থানা সোনাডাঙ্গা, জেলা-খুলনা। মোবাইল নং-০১৭১৯৬৯৮৬৫৪
গত রোজ রবিবার, ২০ অক্টোবর ২০১৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন ১৮ নং-ওয়ার্ড এর সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকা থেকে,আমার ডকুমেন্ট হারিয়ে গিয়েছে।
সোনাডাঙ্গা বাস স্টানের পার্শ্বে নিজের অজান্তে হারিয়ে যায়। সমস্ত, সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নাই, খোঁজাখুঁজি অব্যাহত আছে। এমতাবস্থায়, সোনাডাঙ্গা মডেল থানায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য,একটি সাধারন ডাইরী করি।যাহার জিডি নং ৩১২
আপনার মতামত লিখুন :