বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গাইবান্ধা-৪ আসনের (গোবিন্দগঞ্জ) সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ ৪৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মো. মামুন খান (২৭) গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামুন গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমানকে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কণ্ঠস্বর ডেস্ক
আপনার মতামত লিখুন :