পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের সকল পুজা উদযাপন কমিটি ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দেবদুয়ার মালো পাড়া মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইদ্রজীৎ রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রখেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডঃ আব্দুল মজিদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রচার সম্পাদক আবুল হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষ আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ও ৯ নম্বর চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মনিরুল ইসলাম মনি মোল্যা,চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান ময়না, আবু হুরায়রা বাদশা, নাজমুল হুদা মিন্টু,চাঁদখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কিনা মাঝি,চাঁদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ভাবেই পালিত হবে। এখানে সন্ত্রাসীদের কোন ঠাই হবেনা। বিএনপির প্রতিটা নেতা/কর্মী সনাতনী ধর্মাবলম্বীদের পাশে সার্বক্ষণিক অতন্ত্র প্রহরীর মত সার্বক্ষণিক সহযোগিতায় থাকবে।
জহিরুল ইসলাম জয়
আপনার মতামত লিখুন :