পাইকগাছায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৪, ৬:৫৮ অপরাহ্ন /
পাইকগাছায় বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ

পাইকগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ কর্তৃক জীবননাশের হুমকি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান হোসেন সরদারের নির্দেশে মারপিট ও জলমহল জবরদখল দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্তদের পক্ষে এসব অভিযোগ করেন পাইকগাছার লক্ষ্মীখোলা গ্রামের মোঃ শহিদুল মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন ও সদর উদ্দিন মোল্লার ছেলে মোঃ সামরুল উদ্দিন মোল্লা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে,
উপজেলার লীখোলা বাউখোলা বদ্ধ জলমহলটি ইজারা নিয়ে মাছ চাষ করছিল তারা। ১৮ অক্টোবর রাত ৯টার দিকে পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদারের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল শোডাউন করে দা, শাবল, লোহার রড, হাতুড়ি হাতে সজ্জিত হয়ে লীখোলা বাউখোলা বদ্ধ জলমহলে যায়। উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার ও তার পোষ্য সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে জলমহলে থাকা সামরুলকে বেধড়ক মারপিট করে মৎস্য ঘের থেকে বের হয়ে যেতে জীবননাশের হুমকি দেয়। পরের দিন বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানাতে বাড়ি থেকে রওনা হলে পথিমধ্যে পাইকগাছা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ সামরুলের গতিরোধ করে বলে যে, ‘তুই বাঁচতে চাইলে পাইকগাছা ছেড়ে চলে যা। যুবদলের ইমরান তোকে দেখতে পেলে তোরে কিন্তু মেরেই ফেলাবে।’ তখন আসলাম পারভেজ তাকে আরো বলে যে, বাঁচতে চাইলে ৩০০ টাকার স্ট্যাম্পে আমি যা লিখতে বলবো লিখে দে আর এসব জানাজানি করলে রাজনৈতিক মামলা হবে; তখন কিন্তু আর পাইকগাছায় থাকতে পারবি না। বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে জীবনের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগীরা।
কন্ঠস্বর ডেস্ক