দিঘলিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ যুবক আটক


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
দিঘলিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আমিরুল শেখ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল (বুধবার) গভীর রাতে তাকে আটক করা হয়।

আটক আমিরুল শেখ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের খালেক শেখ এর ছেলে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ জানান, চলমান অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া গ্রামে অভিযান চালিয়ে আমিরুল শেখকে আটক করা হয়। এ সময় আমিরুলকে জিজ্ঞাসাবাদে তার বাড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি ও দেশী অস্ত্র গরু জবাই করা চাকু উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সার্কেল এসপি পরিদর্শন করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।