গোবিন্দকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা শেট্টি!


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন /
গোবিন্দকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা শেট্টি!

নিজের বন্দুক থেকেই অতর্কিতে গুলি চালিয়ে অঘটনের মুখে পড়েন গোবিন্দ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউ-তে রাখা হয়। বৃহস্পতিবার মুম্বাইয়ে জুহুর একটি হাসপাতালে অভিনেতাকে দেখতে গিয়েছিলেন শিল্পা শেট্টি। সেখানে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী।

হাসপাতালের বাইরে তখন ছবি শিকারিদের ভিড়। গাড়ি থেকে নেমে আসতেই শিল্পাকে ঘিরে ধরেন তারা। অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষায় ছিলেন। তাই শিল্পা পৌঁছতেই তাকে ক্যামেরাবন্দি করতে উদ্যত হন। অন্য দিকে শিল্পাও হন্তদন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করছিলেন সহ-অভিনেতাকে দেখার জন্য। কিন্তু ছবিশিকারিরা পথ আটকাতেই সমস্যার সূত্রপাত, চটে যান শিল্পা।