খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নগরবাসীর সেবায় সর্বদা তৎপর: সোনালী সেন


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৮:৩৭ অপরাহ্ন /
খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, নগরবাসীর সেবায় সর্বদা তৎপর: সোনালী সেন

কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার ১৭ বছর সাজাপ্রাপ্ত ১ জন আসামী ও চাঞ্চল্যকর শহিদ হত্যা মামলার ১ জন আসামী এবং চোরাই ইজিবাইক উদ্ধারপূর্বক চোর চক্রের ৩ জন আসামীসহ ৫ আসামী কে গ্রেফতার সংক্রান্তে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। বুধবার দুপুর ৩: ১৫ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের দৌলতপুর থানা প্রাঙ্গণে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মিডিয়া বিফ্রিংয়ে বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। আমরা বিগত কয়েক মাস থেকেই খুলনা মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনে অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গি, অস্ত্র-গোলাবারুদ ব্যবসায়ী, চোরাই মোটরসাইকেল, জুয়াড়ি, বিকাশ এবং অনলাইন প্রতারণায় জড়িত প্রতারক, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত, হত্যাকান্ডে জড়িত আসামী ও ভূমিদস্যুসহ সমাজে যারা প্রভাব বিস্তার করে নাশকতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি।

এরই ধারাবাহিকতায় বিগত ১৫ জানুয়ারি ২০২০ তারিখে দৌলতপুর থানাধীন পাবলা নতুন রাস্তার মোড় এলকায় অভিযান পরিচালনা করে মোঃ আসাদুজ্জামান রিপনকে ০১ টি দেশীয় তৈরী বন্দুক, ০২ টি বন্দুকের কার্তুজ সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানার মামলা রুজু করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিচারিক কার্যক্রম শেষে অপরাধী সাবস্ত্য হওয়ায় বিজ্ঞ আদালত ১৭ বছর সাজা প্রদান করেন।

উল্লেখ্য যে, কেএমপি’র দৌলতপুর থানার একটি চৌকস টিম গত ০৯ জুলাই  রাতে গোপালগঞ্জ জেলাধীন কাশিয়ানী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার ১৭ বছর সাজাপ্রাপ্ত মোঃ আসাদুজ্জামান রিপনকে গ্রেফতার করা হয়।। উক্ত আসামী দূধর্ষ বোমা প্রস্তুতকারক, অস্ত্র বহনকারি ও সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত।

উক্ত আসামী মোঃ আসাদুজ্জামান রিপনের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় যে,  দৌলতপুর থানার  অস্ত্র ও বিস্ফোরক ৫ মামলার এজাহার ভুক্ত আসামী।

গত ০৯ জুলাই  রাতে দৌলতপুর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিতিত্তে অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানার শহিদ হত্যা মামলার দীর্ঘ ০৯ (নয়) বছর পলাতক থাকা আসামী মোঃ মঈন রিফুজি মঈনকে গ্রেফতার করা হয়।

গত ০৯ জুলাই ভোরে লবণচরা থানাধীন মোহাম্মদ নগর এলাকা হতে চোর চক্রের সক্রিয় সদস্য পাথারঘেটা থানার বুলবুলিয়া গ্রামের মোঃ সত্তার মৃধার পুত্র মোঃ আমির মৃধা(৪৬), খালিশপুর থানার নয়াবাটি এলাকার মোঃ নুর ইসলামের পুত্র মোঃ পারভেজ(২৩), এবং টাঙ্গাইল ভূয়াপুর থানার কয়েরা পূর্বপাড়া গ্রামের মোঃ রইজ উদ্দিন এর পুত্র  আব্দুল্লাহ আল মামুন(৪০) কে চুরি যাওয়া ০১ টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে দৌলতপুর থানায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, বিজ্ঞ আদালতে আসামীদের যথানিয়মে সোপর্দ করা হয় এবং উক্ত গ্রেফতারকৃত আসামীর মধ্যে হতে মোঃ আমির মৃধা এবং মোঃ পারভেজ’দ্বয় ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।”

এ সময় মিডিয়া বিফ্রিংয়ে কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) জনাব মোঃ আবুল বাশার; দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  প্রবীর বিশ্বাস এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো; শহিদুল ইসলাম-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।