খুলনা জেলা এস্তেমা ৫ ডিসেম্বর থেকে শুরু


আজকের কন্ঠস্বর ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন /
খুলনা জেলা এস্তেমা ৫ ডিসেম্বর থেকে শুরু

খুলনায় আগামী ৫ ডিসেম্বর

জহিরুল ইসলাম জয়

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে। যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, ইজতেমা উপলক্ষে ময়দান প্রস্তুতির কাজ চলছে। ৫,৬ ও ৭ ডিসেম্বর তিন দিনব্যাপী এই ইজতেমা অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর ফজরের পরই ইজতেমা শুরু হবে এবং ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান বলেন, খুলনা শহরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান, ইজতেমা সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতি এগিয়ে চলছে।

এ ছাড়া টঙ্গীর তুরাগ পাড়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।