নগরীর বাস্তহারায় কৃষকলীগ নেত্রী হালিমা গ্রেফতার।
আল আমিন সিকদারঃ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমানসহ ১৬ জন কে আটক করে খালিশপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) মধ্যরাতে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মারামারি মামলার আসামি পলাশ সহ তিনজনকে আটক করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিরা বাস্তহারা কৃষকলীগ নেত্রী হালিমার বাসার সামনে অবস্থান করছে জানতে পারেন। পুলিশ সেখানে অভিযান চালালে সেখান থেকে দৌড়ে আসামিরা কৃষকলীগ নেত্রী হালিমার বাড়িতে ঢুকে পড়েন। এ সময় পুলিশ বাড়িতে ঢুকতে গেলে দারোয়ানের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে পুলিশ বাড়িতে ঢুকতে সক্ষম হলেও নতুন করে পড়েন আরেক বিপাকে। আসামিরা বাড়ীর ৫ তলায় আছে জানতে পেরে লিফটে ওঠার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এ সময় ওই বাড়ির লোকজন হালিমার নির্দেশে লিফটের সুইচ বন্ধ করে দেয়। এরপর টানা ৪০ থেকে ৪৫ মিনিট শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়েন লিফটে থাকা পুলিশ সদস্যরা। অনেক চেষ্টার পর লিফটের দরজা খুলে বের হতেই হালিমা ২০-২৫ জন নারী ও পুরুষকে নিয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। মামলার আসামিদের ধরতে গেলে হালিমার নেতৃত্বে থাকা লোকজন তাদেরকে ছিনিয়ে নেয়। হালিমার নেতৃত্বে এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালায় তারা। এ সময় ৩-৪ জন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। সরকারি কাজে বাধা প্রদান করায় কৃষক লীগ নেত্রী হালিমা ও মামলার আসামিসহ ১৬ জনকে আটক করে খালিশপুর থানা পুলিশ। অফিসার ইনচার্জ আরোও জানান, মামলার ৩ আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে দৌলতপুর থানা ও খালিশপুর থানায় মাদক মামলা রয়েছে। আটককৃত হালিমা রহমান অসুস্থ হয়ে পরলে তাকে খুলনা মেডিকেলের পৃজন সেলে প্রেরন করা হয়। সংবাদ সংগ্রহ করা কালীন আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।
আপনার মতামত লিখুন :