কার্বন বাজার একীভূত করতে বৈশ্বিক জোট গঠনের প্রস্তাব দিল ব্রাজিল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
কার্বন বাজার একীভূত করতে বৈশ্বিক জোট গঠনের প্রস্তাব দিল ব্রাজিল

জাতিসংঘের ৩০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP30)-এ ব্রাজিল এক ঐতিহাসিক প্রস্তাব উপস্থাপন করেছে—ওপেন কোয়ালিশন ফর দ্য ইন্টিগ্রেশন অব কার্বন মার্কেটস নামে এক বৈশ্বিক উদ্যোগ।

অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে নেওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো বৈশ্বিক কার্বন ক্রেডিট বাণিজ্য ব্যবস্থাগুলোকে একীভূত ও সমন্বিত করা, যাতে বাজারে স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা ও তারল্যতা বৃদ্ধি পায়। এই জোটটি ‘নিউ ব্রাজিল – ইকোলজিক্যাল ট্রান্সফরমেশন প্ল্যান’-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে ব্রাজিল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণকে একত্রে এগিয়ে নিতে চায়।

জোটটিতে স্বেচ্ছাসেবীভাবে সদস্যপদ গ্রহণের সুযোগ থাকবে, এবং যে কোনো দেশ যেকোনো সময় এতে যোগ দিতে পারবে।

ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপসচিব ক্রিস্টিনা রেইস বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী ডিকার্বনাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং প্যারিস চুক্তির লক্ষ্য বাস্তবায়ন করা।

“একসঙ্গে কাজ করলে দেশগুলো তাদের নির্গমন কমাতে পারবে, ফলে জলবায়ু সংকট ও গ্রিনহাউস গ্যাসের প্রভাব হ্রাস পাবে,” বলেন রেইস। “এটি শুধু পরিবেশ নয়, অর্থনীতি ও সমাজের জন্যও সুফল বয়ে আনবে—নতুন প্রযুক্তি, কর্মসংস্থান ও বৈষম্য হ্রাসের পথ তৈরি করবে।”

COP30 প্রেসিডেন্সির অর্থনীতিবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ক্যাথরিন উলফ্রাম বলেন,

“ডিকার্বনাইজেশনের জন্য কার্বন মূল্য নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিলের এই প্রস্তাব বৈশ্বিক সহযোগিতা ও ন্যায়সংগত বাজার গঠনের পথ উন্মুক্ত করবে।”

উদ্যোগটিতে আয় পুনর্বণ্টনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে উন্নয়নশীল দেশগুলোও ন্যায়সংগত রূপান্তরের সুবিধা পায়।

২০২৪ সালে ব্রাজিলিয়ান গ্রিনহাউস গ্যাস এমিশনস ট্রেডিং সিস্টেম (SBCE) চালুর মাধ্যমে ব্রাজিল এখন উন্নত ও উদীয়মান অর্থনীতির মধ্যে সেতুবন্ধনকারী দেশ হিসেবে বৈশ্বিক কার্বন বাজার একীভূতে নেতৃত্ব দিতে প্রস্তুত।